মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসন পেতে লড়াই শুরু হয়ে গেছে দেবর-ভাবীর মধ্যে। বিরোধী দলীয় নেতা হতে মঙ্গলবার সংসদে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এরপর বুধবার রওশন এরশাদও নিজেকে ওই আসনে বাসানোর জন্য স্পিকারকে চিঠি দেন।
বুধবার বিকেলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের লেখা চিঠিটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পৌঁছে দেন দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
স্পিকারের দফতরের এক কর্মকর্তা চিঠিটি পাওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে বিরোধী দলীয় নেতার পদ নিয়ে দেবর-ভাবীর এমন কর্মকাণ্ডের পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী ও এরিক এরশাদের মা বিদিশা।
নিজের ফেসবুকে কালো ব্যানারে তিনি লিখেছেন, প্যাচাবেন যত ফাঁসবেন তত।