শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ‘বিজয় ফুল’ উৎসবের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ‘বিজয় ফুল’ উৎসবের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ের বিজয় ফুল তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত বিষয়ের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার হলরুমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

এসময় সহকারি কমিশনার (ভূমি) বহ্নি শিখা আশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, সহকারি শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌসি, সহকারি শিক্ষা অফিসার সৈয়দ মো: মোকাদ্দেস ইবনে সালাম, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব বিধান চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।পরে বিকেলে বিজয়ী প্রতিযোগিদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

উপজেলা পর্যায়ের বিজয়ীরা আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় ঠাকুরগাঁও উপজেলা পরিষদ হল (বিডি হল)-এ জেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com