শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
মোংলা প্রতিনিধি: “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশসানের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করেন। র্যালী শেষে অফিসাস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায়, উপজেলা পরিষদের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও দলীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি মানুষ এগিয়ে গেছে। এছাড়া তাদের চলার পথ ও জীবনকে আরও সড়ল ও সহজ করেছে তথ্য প্রযুক্তি। সরকারের এ তথ্য প্রযুক্তির ফলে বর্তমানে বিভিন্ন সরকারি সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সরকার। আগামীতে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানুষ সেবা পাবে এবং সেবা প্রদানের মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।