রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মানবের মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মানব খাগেন্দ্র থাপা মাগার মারা গেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) নেপালের একটি হাসপাতালে মারা যান তিনি।

তার পরিবারের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

জানা গেছে, ২ ফুট ৪১ ইঞ্চি উচ্চতার খাগেন্দ্র থাপা মাগার নেপালের পোখারার একটি হাসপাতালে মারা যান। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

খাগেন্দ্রর ভাই ফরাসি সংবাদ মাধ্যম এএফপি কে জানান, নিউমোনিয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তার তার হার্টও সংক্রামিত হয়েছিলো। শুক্রবার সে মারা যায়।

২০১০ সালে বিশ্বের ক্ষুদ্রতম মানব হিসেবে স্বীকৃতি পান খাগেন্দ্র। কিন্তু আরেক নেপালি দাঙ্গির কাছে নিজের খেতাব হারান তিনি। কিন্তু দাঙ্গির মৃত্যুর পর ২০১৫ সালে সবচেয়ে ছোট মানবের খেতাবটি আবার দখল করে নেয় খাগেন্দ্র।

খাগেন্দ্র সম্পর্কে তার বাবা বলেন, জন্মের সময় সে এতো ছোট ছিলো যে তাকে এক হাতের তালুতে রাখা যেত। তাকে গোসল ও খাওয়ানো ছিলো খুবই কষ্টদায়ক।

বিশ্বের সবচেয়ে ছোট মানবের মৃত্যুতে শোক জানিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রধান ক্রেগ গ্লেন্দি।

তিনি বলেন, খাগেন্দ্র মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পেয়েছি। আপনার জীবন যখন মাত্র ৬ কেজি ওজনের হয় তখন জীবন চ্যালেঞ্জিং হতে পারে এবং আপনি পৃথিবীতে ফিট না বলে ধারণা করবেন।

এদিকে ক্ষুদ্র খাগেন্দ্র পৃথিবীর কয়েক ডজন দেশে ভ্রমণ করেছেন। এছাড়া সে নেপালের পর্যটনের অগ্রগতির জন্য কাজ করেন।

খাগেন্দ্র মৃত্যুতে আবার বিশ্বের ক্ষুদ্রতম মানব হলেন কলম্বিয়ার নিনো হারনান্দেজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com