ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের ভাঙা কৃষ্ণমুর্তি উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী লস্করা গ্রামের টুপলি পুকুর থেকে কষ্টিপাথরের এ মুর্তিটি উদ্ধার করা হয়। পরে পুলিশ গিয়ে মুর্তিটি হেফাজতে নেয়।

জানা যায়, আজ দুপুরে মাছ মারার উদ্দেশ্যে স্থানীয় জেলেরা ঐ পুকুরে জাল ফেললে ৮০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের ভাঙা কৃষ্ণ মুর্তিটি জালে আটকা পড়ে। কষ্টিপাথরের মুর্তি পাওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মুর্তিটি দেখার জন্য ভীড় করে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে তা সরকারি হেফাজতে নেয়।
মুর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম তানু।