শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৪ হাজার ৩২৯টি কল এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তার মধ্যে করোনা সম্পর্কিত তথ্য জানার জন্য কল এসেছে ৪ হাজার ২১২টি। প্রতিদিন ফোনের চাপ বাড়ায় আরও ৫টি নম্বর সংযুক্ত করা হয়েছে হটলাইনে।
এছাড়া জানানো হয়েছে, এখন থেকে ৩৩৩-তে ডায়াল করলেই সবগুলো হটলাইনে প্রবেশ করা যাবে।শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে এক প্রশ্নের জবাবে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।তিনি বলেন, প্রথমদিকে মাত্র ৪ টি হটলাইন নম্বর ছিল। পরবর্তীতে আরও ৮ টি ও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ সহ মোট ১৩টি নম্বরে এখন করোনা সম্পর্কিত পরামর্শ দেয়া হয়। এরপরও চাহিদা থাকায় আরও ৫টি নতুন নম্বর যুক্ত করা হয়েছে। তবে এখন থেকে ৩৩৩ নম্বরে ফোন করলেই স্বয়ংক্রিয়ভাবে হটলাইনের নম্বরগুলোতে প্রবেশ করা যাবে।