সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।নরেন্দ্র মোদী লিখেছেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের কাছে আমি প্রস্তাব রাখছি। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় সম্পর্কে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গড়ে তুলতে অবদান রাখতে পারি।’
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কর্নাটকের কালবুর্গি জেলায় এক বৃদ্ধের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।ভারতে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।