সোমবার, ১৩ মে ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁওয়ে মাঠে থাকবে সেনাবাহিনী

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁওয়ে মাঠে থাকবে সেনাবাহিনী

ঠাকুরগাঁও প্রতিনিধি:  করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি জনগণকে সচেতনতার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রংপুর ৬৬ পদাতিক ডিভিসনের মেজর জনারেল নজরুল ইসলাম জিওসি।

সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্তর চাররাস্তা মোড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর টহল জোড়দার করা হয়েছে। প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে । পরিস্থিতি উত্তোরেণের জন্য সেনবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সমন্বয়ে কাজ করছে। সরকারের নির্দেশনা মোতাবেক জনগণকে ঘরে থাকা ও করোনা সংক্রামণ রোধে সামাজিক দুরত্ব মেনে চলতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

এসময় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সেনাবাহিনী টহল টিম শহরের সত্যপির ব্রিজ, চৌরাস্তা, আটগ্যালারি, পুরাতন বাসস্ট্যান্ড, বাস টার্মিনাল এলাকা সহ বিভিন্ন স্থানে টহল দেন এবং সচেতনতা মূলক মাইকিং করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com