বুধবার, ২৩ Jul ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
জনি সাহা : সারা দেশে যখন লকডাউন পরিস্থিতি বিরাজ করছে, তখন লক্ষ্মীপুর জেলা পুজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে ঘরে থাকা অসহায় ও কর্মহীন ৪৫০ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ও করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করণে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা ও লক্ষ্মীপুর পৌরসভার ওয়ার্ডগুলোতে বিভিন্ন বাড়ি গিয়ে দেখেন। যারা আত্মসম্মানের ভয়ে হাত পাততে পাচ্ছে না।
তাহাদেরকে পরিচয় গোপন রেখে সাহায্য করেন পুজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদ। যারা স্বল্প আয়ের মানুষ, দিনমজুর, দুস্হ, চা দোকানদার , সেলুন দোকানদার নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রায় চারশত পঞ্চাশ পরিবারের প্রত্যেককে রাতের আধাঁরে পুজা উদযাপন পরিষদ ও যুব ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় এক সপ্তাহের চাউল,ডাল, আলু, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ।