শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

করোনাভাইরাসে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু স্ট্যানলি চেরা (৭০) করোনাভাইরাসজনিত জটিলতায় মারা গেছেন। ১২ এপ্রিল (রবিবার) সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন সংবাদমাধ্যম সিএনএন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা স্ট্যানলি চেরার মৃত্যু ও প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কের কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্ট্যানলি চেরা ট্রাম্পের দল ক্ষমতাসীন রিপাবলিক পার্টির একজন প্রভাবশালী দাতা হিসেবে সুপরিচিত। ২০১৯ সালের নভেম্বরে নিউ ইয়র্ক সিটিতে এক অনুষ্ঠানে ট্রাম্পকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন চেরা। একই বছর আরেক অনুষ্ঠানে ট্রাম্প তাকে ‘বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাতা ও রিয়েল এস্টেট ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করেন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ মার্চ চেরাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন নিজের এক বন্ধুও করোনায় আক্রান্ত হয়ে কোমায় আছেন বলে জানান ট্রাম্প। তবে তখন চেরার নাম প্রকাশ করেননি তিনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্পের দুই নির্বাচনী তহবিলে ৪ লাখ ২ হাজার ৮শ ডলার অনুদান দিয়েছেন চেরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪৩ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com