সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লুএইচও) অর্থায়ন বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ’ হয়েছে।
জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগ করে ট্রাম্প বলেন, করোনার উৎপত্তিস্থল চীনের উহান শহরে কী ঘটছে, সে সম্পর্কে জাতিসংঘ সত্য কথা বলছে না। এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করেন। এদিকে এ মহামারি সামাল দেওয়ার ক্ষেত্রে নিজের দেশে ট্রাম্পও সমালোচিত হচ্ছেন।
উল্লেখ্য, করোনায় যুক্তরাষ্ট্রের প্রায় ছয় লাখ লোক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ২৫ হাজার জন।