রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

করোনার নতুন হটস্পট ব্রাজিল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০

ভিশন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের নতুন হটস্পট এখন ব্রাজিল। গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ৮৮১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যা হু ‍হু করে বাড়ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এখন পর্যন্ত ১২ হাজার ৪শ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জন মানুষ। শুধুমাত্র ২৪ ঘন্টায় করোনা পজেটিভ এসেছে ৯ হাজার ২৫৮ জন মানুষের। আক্রান্তের সংখ্যার দিকে দিয়ে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেনের পরেই ব্রাজিলের অবস্থান। ওয়াশিংটনে একটি ব্রিফিংয়ে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার কমিউনিকেবল রোগ বিভাগের প্রধান মার্কোস এসপিনাল বলেন, বেশ কয়েকটি দিন ধরে ব্রাজিলের যে পরিস্থিতি তা উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন ব্রাজিলে এ সংখ্যা আরো অনেক বেশি। গেল সপ্তাহে প্রকাশ পাওয়া গবেষণার লেখক ডোমিংগো আলভেস বলছেন, হাসপাতাল থেকে ছাড় পাওয়া মানুষের পরিসংখ্যান বলছে দেশে প্রকৃত সংক্রমণের সংখ্যা সরকারী হিসেবের চেয়ে ১৫ গুণ বেশি।

এদিকে এর আগে করোনাকে সামান্য ফ্লুর সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো, সেই সাথে সবাইকে ঘরে থাকা বন্ধ করতে আহ্বান জানান তিনি। এর আগে চলতি মাসের ৮ তারিখ ৭৫১ জনের মৃত্যু রেকর্ড করা হয় ব্রাজিলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com