শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন অ্যান্টিবডি পরীক্ষা শতভাগ সফল বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সরকারি গবেষণাগার পোর্টন ডাউন ল্যাবের বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা একটি সুইস ফার্মাসিউটিক্যাল সংস্থা কর্তৃক উদ্ভাবিত নতুন রক্ত পরীক্ষার (ব্লাড টেস্ট) কার্যকারিতা মূল্যায়ন করেছে।
পরীক্ষায় দেখা গেছে, সুইস ফার্মাসিউটিক্যালস সংস্থা রোশের সেরোলজি পরীক্ষাটি ‘অত্যন্ত সুনির্দিষ্ট’ ও শতভাগ নির্ভুল ছিল। পরীক্ষায় কোনো রোগীর করোনাভাইরাস আছে কি না তা নির্ণয়ে করতে ও এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেছে কিনা সেটা জানতে সহায়তা করবে। অর্থাৎ এই অ্যান্টিবডি টেস্ট আক্রান্ত ব্যক্তি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে কিনা তা বোঝাতে সহায়তা করতে পারে।
যুক্তরাজ্যে করোনাভাইরাস টেস্টিং প্রোগ্রামের জাতীয় সমন্বয়কারী অধ্যাপক জন নিউটন বলেন, এটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি। নির্দিষ্ট অ্যান্টিবডি পরীক্ষা খুব নির্ভরযোগ্য।
স্বাস্থ্য ও সমাজসেবা অধিদফতরের (ডিএইচএসসি) এক মুখপাত্র বলেন, করোনার বিস্তার প্রতিরোধ করতে ও এই রোগটি আসলে কার শরীরে আছে তা জানা আমাদের প্রয়োজন ছিল। নতুন এই অ্যান্টিবডি পরীক্ষা করোনা আক্রান্তকে চিহ্নিত করতে সহজ করবে।