শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে তিনটি গ্রামকে মাদক মুক্ত এলাকা ঘোষণা করলো “শাহীন সচেতনতার প্লাটফর্ম” রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার চুনারুঘসটে ভাগিনার হাতে মামা খুন ভোলাগঞ্জ পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটনের প্রতিবাদে সুনামগঞ্জে সমাবেশ চাঁদাবাজিতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ বীমা আইন লংঘন করে তাকাফুলে একই পরিবারের তিন পরিচালক নন-লাইফ বীমা খাতের উন্নয়ন বিষয়ক কিছু ভাবনা শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে এক হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
র‍্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক করোনায় আক্রান্ত

র‍্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪- এর অধিনায়ক মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে তার করোনা পজিটিভ আসে।

শুক্রবার দুপুরে র‍্যাব ৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাজেদুল হক বলেন, গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অধিনায়ক স্যার করোনার পরীক্ষার নমুনা দেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল করোনা পজিটিভ।

তবে উনার শরীরে করোনার উপসর্গ নেই বলে জানান তিনি।

সাজেদুল হক বলেন, স্যার এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি হোম আইসোলেশনে আছেন। তার পরিবারের কারো এখনও করোনা পরীক্ষা করানো হয়নি। তবে পরিবারের সবার পরীক্ষা করানোর প্রস্তুতি চলছে।

র‍্যাব অধিনায়ক মোজাম্মেল হক এর আগে র‍্যাব ১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে র‍্যাব ৪-এ যোগদান করেন। তার আগে তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই যিনি প্রতিদিন ফেসবুক-এ করোনা নিয়ে সচেতনতা ছড়িয়ে চলেছেন। পেশাগত অবস্থানে থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে করোনা সম্পর্কে জনসচেতন বৃদ্ধিতে সরাসরি অংশ নিয়েছেন, দেশ-বিদেশের বিভিন্ন পরিস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফেসবুকে অনর্গল লেখালেখি করে চলেছেন। তিনি  সামাজিক যোগাযোগ  মাধ‌্যম ফেসবুক গ্রুপ চাটমোহর দর্পণের সম্মানিত এডমিন।
করোনা পরিস্থিতিতে রাজধানী এবং জন্মভূমি চাটমোহরে শ’ শ’ দরিদ্র মানুষকে প্রকাশ্য এবং গোপনে খাদ্য সহায়তা/অর্থ সহায়তা প্রদান করেছেন। সেই মানুষটি নিজেই আজ করোনা আক্রান্ত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের DVM অনুষদের সাবেক মেধাবী শিক্ষার্থী  মো: মোজাম্মেল হকের সুস্থতা কামনায় চাটমোহরবাসী সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া/আশির্বাদ কামনা করেছে। মহান সৃষ্টিকর্তা সকলের প্রিয় এই মানুষটিকে দ্রুত সুস্থতা দান করুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com