বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর ৫টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ বিমা খাতে সেরার স্বীকৃতি পেল ১৩ কোম্পানি নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি

পিরোজপুরে র‌্যাবের অভিযানে দুই ভুয়া ডাক্তার আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে র‌্যাবের অভিযানে আমির হোসেন ভূঁইয়া (২২) ও মো. মোস্তফা কামাল (৩৬) নামে দুই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে আমির হোসেন ভূঁইয়া এবং মহিমা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামালকে আটক করে বরিশাল র‌্যাব-৮।

আটকের পর তারা পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নিজেদের দোষ স্বীকার করে।

এরপর আমির হোসেন ভূঁইয়াকে ৬ মাস ও মো. মোস্তফা কামালকে ৩ মাসের কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা করা হয়।

পাশাপাশি হাজী আব্দুর রাজ্জাক হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা এবং সৌদি প্রবাসী হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।

জানা গেছে, মাধ্যমিকে মানবিক এবং উচ্চ মাধ্যমিকে ব্যবসা বিভাগে পড়া আমির হোসেন ভূঁইয়া ভুয়া ডাক্তারের সনদপত্র দেখিয়ে ওই ক্লিনিকে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পায়।

এরপর থেকে আমির গাইনোকোলজিস্ট হিসেবে সাধারণ রোগী দেখার পাশাপাশি সিজারসহ বিভিন্ন অপারেশন করে আসছিল। পাশাপাশি মঠবাড়িয়া থানা এলাকার আরও বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে অন কল ডাক্তার হিসেবে অপারেশন পরিচালনা করতো।

অভিযুক্ত ভুয়া ডাক্তার আমিরের দেওয়া তথ্যমতে মঠবাড়িয়ার আরেকটি প্রাইভেট ক্লিনিক মহিমা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

ক্লিনিকের মালিক মো. মোস্তফা কামাল ভুয়া ডাক্তার নিয়োগ দেওয়ার পাশাপাশি নিজেও অপারেশনের অংশগ্রহণ করত যদিও সে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি।

ওই ক্লিনিকের অপারেশন থিয়েটারে অভিযান চালিয়ে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধের স্টক করাসহ থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

একইভাবে ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়ার স্বীকারোক্তি অনুযায়ী সৌদি প্রবাসী হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে সে সিজারসহ বিভিন্ন অপারেশন পরিচালনা করেছে বলে প্রমাণ পাওয়া যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com