সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আবাসিক প্রকল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসদের খবর দিলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খালিদ হুসাইন সাংবাদিকদের জানান, আগুনের ঘটনায় আবাসিক প্রকল্পের কমপক্ষে ১০টি বাড়ি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।