শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
ড. মুহাম্মদ মাকছুদুর রহমান:
* নারীরা যখন মা, তখন তাঁরা আমাদের মাথার মুকুট আর জান্নাত।
* নারীরা যখন আমাদের বোন তখন তাঁরা আমাদের নিকট পবিত্র আমানত।
*নারীরা যখন আমাদের কন্যা তখন তাঁরা আল্লাহর রহমত।
*নারীরা যখন আমাদের স্ত্রী তখন তারা সবচেয়ে বড় নেয়ামত।
সম্প্রতি কোভিড নাইনটিন এর কারণে যখন মানুষ মরা বাঁচার প্রশ্নে লড়াই করছে, স্রষ্টার করুণা সিক্ত হয়ে বেঁচে থাকার জন্য প্রার্থনা করছে ,তখন শাহজালালের পূণ্যভূমি সিলেট এবং পর্যটন ভূমি খাগড়াছড়ি বরিশাল-ঢাকার সাভার সহ স্বাধীন বাংলাদেশের বিভিন্ন স্থানে সামাজিক অপরাধের মহোৎসব চলছে। সবচেয়ে ভয়াবহ ,লোমহর্ষক ,লজ্জাজনক ঘটনা ঘটেছে পবিত্র শিক্ষাঙ্গন সিলেট এমসি কলেজের হোস্টেলে ।স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে শুকুরের মতো দল বেঁধে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। ধর্ষকরা আসলে ছাত্র নামের কলঙ্ক।এরা নরপিচাশ, আঁস্তাকুড়ের কীট ,কুকুরের লালা ,এরা সমাজের ক্যান্সার এরা অশুচি, এরা অপয়া অলক্ষী, এরা কুৎসিত, কদাকার এদের কঠোরভাবে দমন করতে না পারলে সমাজ-সভ্যতা ভেঙ্গে পড়বে দেশের সকল মা, বোন ,কন্যা এবং স্ত্রীরা নিরাপত্তাহীন হয়ে পডবে ,নারীর প্রতি এ ধরনের নিষ্ঠুরতা কখনো মেনে নেয়া যায়না। ছাত্র-শিক্ষক সুশীলসমাজ সকল পেশাজীবী রাজনীতিবিদ এদের বিরুদ্ধে সোচ্চার না হলে এদের আস্ফালন আরো বেড়ে যাবে ।মাননীয় প্রধানমন্ত্রীও এদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আসুন আমরা নারীর প্রতি উল্লেখিত ৪ টি দৃষ্টিভঙ্গি নিয়ে চলার চেষ্টা করি, তাহলে নারীর ইজ্জত রক্ষা পাবে। নারীরা আমাদের সামনে আসলে দৃষ্টি অবনত করি ,কারন তারা হয়তো আমাদের মা অথবা বোন অথবা কন্যা অথবা কারো স্ত্রী।
লেখক- সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।