বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোনো অঞ্চল অনুন্নত থাকবে না। দেশব্যাপী সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলে অথনৈতিক উন্নতি করাই সরকারের লক্ষ্য। করোনা না এলে আরও এগিয়ে যেত দেশ।আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশুরা স্কুলে যেতে পারছে না এটাই এখন সবচেয়ে বড় ক্ষতি। তার পরও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে সরকার।তিনি বলেন, হাওর এলাকায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে চায় সরকার।