মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন এক পাকিস্তানি ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলতে আগ্রহী সেই ক্রিকেটারের নাম মোহাম্মদ জারিয়াব। করাচির নিজ বাড়িতেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ইনজুরির কারণে এর আগে দল থেকে বাদ পড়েছিলেন জারিয়াব। সুস্থ হয়ে যখন ফেরার আশায়, তখন তাকে জানানো হয়, বয়স বেশি হওয়ার কারণে করাচির অনূর্ধ্ব-১৯ দলে নেয়া হবে না তাকে। আর এই ক্ষোভে-দুঃখে আত্মহত্যার মতো হঠকারী কাজও করে বসেন এই তরুণ।
জারিয়াবের বাবা আমির হানিফ ছেলের অকাল মৃত্যুর জন্য কোচের অবহেলাকেই দায়ী করেছেন।
আমির হানিফ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। তিনি ১৯৯০তে পাকিস্তানের হয়ে পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন।
তিনি বলেন, ‘আমার ছেলেকে চাপ দেয়া হয়েছিল এবং তাকে সাধারণ মানের বলা হয়েছিলো। তার প্রতি কোচদের ব্যবহার তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে করাচির অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছেন একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র জারিয়াব।