বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

করোনার ভ্যাকসিন বিতরণে ফাইজারের পাইলট প্রকল্প

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৫৫

নিজস্ব প্রতিবেদক: মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন বিতরণ করতে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে পাইলট ডেলিভারি প্রকল্প চালু করেছে ফাইজার।
জনসংখ্যা, জাতিগত বৈচিত্র্য সহ নানা কারণে রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো এবং টেনেসি অঙ্গরাজ্যকে বেছে নেয়া হয়েছে। তবে সব অঙ্গরাজ্যে একসঙ্গেই ভ্যাকসিন বিতরণ করা হবে।

এর আগে গেল সপ্তাহে করোনা প্রতিরোধে ফাইজারের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করে প্রতিষ্ঠানটি। তবে এই ভ্যাকসিন শুধুমাত্র মাইনাস ৭০ ডিগ্রী সেলসিয়াসে সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য এবং বিভিন্ন দেশের সরকার ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে এই পাইলট প্রকল্পকে মডেল হিসেবে ব্যবহার করবে বলে আশাবাদী ফাইজার।

ভ্যাকসিনের ১০ কোটি ডোজ নিশ্চিত করতে ফাইজার ও বায়োএনটেকের সঙ্গে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com