মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৩১ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ ‘ভি ভি পুতিন টপ লিডার অফ দ্য প্ল্যানেট’ গ্রন্থ প্রকাশনা দায়িত্ব পেলেন বরিশালের আগৈলঝাড়া কৃতি সন্তান ও জাতিসংঘের স্থায়ী সদস্য (তথ্য একাডেমি) অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ড. অশোক গুপ্ত। সংবাদ সংস্থা এনা ও ইউরোপিয়ান হোল্ডিং কোম্পানি এভ্যাকুম অ্যালায়েন্স লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ প্রথম বেসরকারি সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সির (এনা) প্রধান সম্পাদক ওমর ইয়াসির মল্লিক ও যুক্তরাজ্যের হোল্ডিং কোম্পানি এভ্যাকুম অ্যালায়েন্স লিমিটেডের নির্বাহী পরিচালকের সঙ্গে ঢাকায় একটি অভন্তরীণ চুক্তি ও লেটার অব রাইটস প্রকাশনার দায়িত্ব দেওয়া হয়েছে। জর্জিয়া এবং রাশিয়ান ভাষায় গ্রন্থটি প্রকাশের জন্য জাতিসংঘের স্থায়ী সদস্য (তথ্য একাডেমি) অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ড. অশোক গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভি ভি পুতিনের আত্মজীবনী এবং রাজনৈতিক নেতৃত্বর বিষয়গুলি গ্রন্থে স্থান পেয়েছে।
আগৈলঝাড়া খেকে মোঃ জহিরুল ইসলাম সবুজ
purchase anastrozole pills arimidex sale order arimidex pill