শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, বেতন ফেরতের নির্দেশ ভূয়া জুলাই যোদ্ধা গেজেটভূক্ত হওয়ায় নেত্রকোনায় সংবাদ সম্মেলন লালমনিরহাটে নার্সারী বাগান করে তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো ‘চাঁদাবাজদের সামলান, না-হলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে’ : বশিরুল্লাহ আবারো গোপালগঞ্জে যাব, গ্রামে-উপজেলায় কর্মসূচি করব: নাহিদ ইসলাম রাজশাহী নগরীতে মুজিবের মুছে দেওয়া ম্যুরালের সামনে নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ফের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারের ঘরে সারাদেশের মেধাবৃত্তি পরীক্ষায় শীর্ষে মাধবপুরের তোহা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল অর্জন
বরিশাল প্রেসক্লাবের নেতৃত্বে নেগাবান-মিরাজ

বরিশাল প্রেসক্লাবের নেতৃত্বে নেগাবান-মিরাজ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল প্রেসক্লাব নির্বাচনে অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান সভাপতি এবং কাজী মিরাজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে রাত পৌঁনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন এই ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান ৪০ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী নাসির উদ্দিন বাবুল পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ পেয়েছেন ৩৯ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী আল-মামুন পেয়েছেন ৩১ ভোট। ১৭ সদস্যের কর্মকরী কমিটিতে সভাপতি ও সম্পাদক সহ ৭টিতে নেগাবান-মিরাজ প্যানেল এবং সম্পাদকীয় ও সদস্য সহ ১০টি পদে কাজী বাবুল-কাজী মামুন প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।   কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন ও পুলক চ্যাটার্জি। এছাড়া এম. মোফাজ্জেল হোসেন সহ-সাধারন সম্পাদক, মোশারেফ হোসেন কোষাধ্যক্ষ রুবেল খান পাঠাগার সম্পাদক, সুখেন্দ এদবর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দেওয়ান মোহন ক্রীড়া সম্পাদক মো. নাসিরউদ্দিন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য পদে বিজয়ীরা হলেন নজরুল হোসাইন চুন্নু (৫১ ভোট পেয়েছেন), মিজানুর রহমান (৪৭ ভোট পেয়েছেন), কে এম নয়ন (৪৫ ভোট পেয়েছেন), নুরুল আলম ফরিদ (৪৫ ভোট পেয়েছেন), সাগর বৈদ্য (৩৫ ভোট পেয়েছেন), মানবেন্দ্র বটব্যাল (৩৪ ভোট পেয়েছেন) ও সৈয়দ দুলাল (৩৪ ভোট পেয়েছেন। দেশের অন্যতম প্রাচীন বরিশাল প্রেসক্লাব নির্বাচনে ৮০ ভোটারের মধ্যে ৭৬জন সদস্য ভোট প্রদান করেন।  এর আগে দুই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত প্রেসক্লাবের কার্যক্রমে স্থিতিবস্থা জারীর নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রিট করলে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ  ২২ ডিসেম্বর এক আদেশে নিম্ন আদালতের আদেশ বাতিল করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com