শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
ক্রিড়া ডেস্ক: করোনা কেড়ে নিলো ২০২১ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে ঘরোয়া লিগের বাকি আসর এনসিএল, ডিপিএলের সাথে বিসিএল মাঠে গড়াচ্ছে বছরের শেষ দিকে। তিন বছরের ক্রিকেট পঞ্জি প্রকাশ করেছে বিসিবি।
শেষ পর্যন্ত বিপিএলের কর্তার শঙ্কাই সত্যি হলো। ঘরের মাঠে দেশী বিদেশী ক্রিকেটারদের চার ছক্কার ফুল ঝুরি দেখার সুযোগ হারাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। তবে আগামী বছরের শুরুতেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ লিগ শুরু করতে চায় বিসিবি। সূচি প্রকাশ পেয়েছে ২০২৩ সালের বিপিএলেরও।
লোকাল ক্রিকেটারদের বহুল আকাঙ্খিত ডিপিএল শুরুর সম্ভাব্য সময় ৬ মে। দু ধাপে ২৪ জুন শেষ হবে গেল মৌসুমের স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ। সেক্ষেত্রে ক্যালেন্ডার থেকে হারিয়ে যাবে চলতি মৌসুমের ডিপিএল। কেননা ২০২২ আর ২০২৩ সালের সূচিও প্রকাশ করেছে বিসিবি।
তবে সবচেয়ে ধারাবাহিক এনসিএল। ২২ মার্চ থেকে শুরু হয়ে মাঝে বিরতি দিয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ২০২২ আর ২৩ সালের সূচিতে যথারীতি অক্টোবর থেকে মাঠে গড়াবে লঙ্কার ভার্সনে এ লিগ। এনসিএলের পর বিসিএর শুরুর কথা থাকলেও কিছুটা পিছিয়েছে এই আসর। শুরু হবে ডিসেম্বর থেকে। যদিও ২০২৩ সালের সূচি এখনো চূড়ান্ত করেনি টুর্নামেন্ট কমিটি।
আন্তর্জাতিক সূচির ব্যস্ততা আর জাতীয় ক্রিকেটার ছাড়া ক্লাবগুলোর ডিপিএল,বিপিএল এমনকী বিসিএল খেলতে অনীহা থাকায় তিন বছরের ঘরোয়া ক্রিকেটের কল্যান্ডার বাস্তবায়নে ঘাম ঝরবে বিসিবির।