রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ!
দেশ-মানবতার সেবা ও রেমিটেন্সযোদ্ধাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ “প্রবাসী অধিকার পরিষদ” কুয়েত শাখা

দেশ-মানবতার সেবা ও রেমিটেন্সযোদ্ধাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ “প্রবাসী অধিকার পরিষদ” কুয়েত শাখা

নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। রেমিটেন্সযোদ্ধা “প্রবাসী অধিকার পরিষদ” কুয়েত শাখার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা–বাংলাদেশের অন্যতম প্রধান আয়ের উৎস বিদেশে শ্রমিক রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের খাত। এ খাতে যারা সরাসরি জড়িত, তারা অত্যন্ত মানবতার জীবন-যাপনের মাধ্যমে শরীরের প্রতিটি রক্তকণা বিদেশের মাটিতে পানি করার মধ্য দিয়ে এদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে। সেই মহান রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের বিষয়ে এদেশের সরকারগুলো বরাবরই উদাসীন। আজ দেশের দ্বিতীয় আয়ের খাত হিসাবে পরিগণিত পোশাক শিল্পের সাথে যারা জড়িত, তারা এদেশে ভিআইপি, সিআইপি পদমর্যাদার সুযোগ-সুবিধা ভোগ করে। অত্র খাতের শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে সংঘটিত আন্দোলন-সংগ্রাম করে মালিকপক্ষ, সরকার এমনকি বিদেশী ক্রেতাদের কাছ থেকে তাদের অধিকার বোঝে নেয়। পক্ষান্তরে এদেশের প্রধান আয়ের খাত, বিদেশে শ্রমিক রপ্তানী হওয়া সত্যেও সে-খাতের সাথে সরাসরি যুক্ত প্রবাসী শ্রমিক ভাই-বোনদের পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। দেশে পাসপোর্ট করানো থেকে শুরু করে–মেডিকেল, ভাষা শিক্ষা, ফিংগারিং, টিকেট কাটা, বিমান বন্দরে আইন- শৃঙ্খলাবাহিনী তথা কর্মচারী-কর্মকর্তাদের বাজে ব্যবহার ও অসহযোগিতা, বিদেশ থেকে ফেরত আসার সময় নানাভাবে হেনস্তা, লাগেজ বা ব্যাগ থেকে মালামাল চুরি, নানা জায়গায় পরিবহন ভাড়া নিয়ে হয়রানি ও বিদেশের মাটিতে বিদেশী মালিকদের নানা জুলুম-অত্যাচার সহ্য করতে হয় আমাদের প্রবাসের রেমিটেন্সযোদ্ধা শ্রমিক ভাই-বোনদের। এছাড়াও এদেশের দালালচক্রের হাতে পড়ে তারা নানা প্রতারণার স্বীকার হয়ে সর্বস্বান্ত হচ্ছে, এমনকি বিভিন্ন দেশে অকালে জীবন দিতে হচ্ছে আমাদের প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের। এহেন দুরাবস্থার মধ্যে থাকার পরেও এদেশের সরকারগুলো কোনোরূপ পদক্ষেপ না-নেয়া, কোনো দেশীয়-আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতা না-পাওয়া, প্রবাসী ভাই-বোনদের মধ্যে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সম্মুখ ধারণা না-থাকা ও তাদের মধ্যে সাংগঠনিক ঐক্যবদ্ধতা না-থাকার কারণে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই দেশের রাষ্ট্রযন্ত্রের সাথে যারা জড়িত তাদের কাছ থেকে প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রাপ্তি, বিদেশে কর্ম-পরিবেশ স্বাচ্ছন্দ করতে, বিদেশী মালিকদের অন্যায়-অত্যাচার আইনানুগভাবে রুখতে, প্রবাসীদের পারস্পরিক সহযোগীতা ও সহমর্মিতার ভিত্তিতে তাদের ও তাদের পরিবারের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন দেশের বাংলাদেশী প্রবাসীদের এক পতাকাতলে নিয়ে এসে তাদের ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার কবির হোসেন, বিপ্লব কুমার পোদ্দার, মোঃ সিফাত হোসেন সহ কিছু সংখ্যক বিবেগবান, মানবতাবাদী ও দেশপ্রেমিক ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় ‘‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’’-এর জন্ম ও পথচলা। বর্তমানে বিশ্বের ৫৩টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে ‘‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’’। তারই ধারাবাহিকতায় কুয়েতে প্রবাসে থাকা রেমিটেন্সযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের ন্যায্য অধিকারও পাইয়ে দেওয়া, তাদের সুখে-দুখে পাশে থাকা, তাদের পরিবার ও দেশের মানুষের আত্মমানবতায় সাহায্য সহযোগীতার লক্ষ্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার শুরু থেকে সিফাত হোসেন, রবিউল হক, কাওছার সিকদার, সোহাগ হোসেন, ভাইদের মতো কিছু সংখ্যক গুণী ও আত্মমানবতাবাদী ভাইদের হাত ধরে ‘‘প্রবাসী অধিকার পরিষদ’’ কুয়েত শাখার উত্থান। হাঁটাহাঁটি পা-পা করে ‘‘প্রবাসী অধিকার পরিষদ’’ কুয়েত শাখা প্রায় ১ বছর অতিবাহিত করে, কুয়েতে থাকা প্রবাসীদের ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে কুয়েতি অসহায় প্রবাসী, দেশে তাদের পরিবার ও দেশের মানুষের কল্যাণে নানা কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা নিম্নে তুলে ধরা হলো—

কুয়েতের কর্মরত বাংলাদেশী প্রবাসীদের মধ্যে মোঃ রবিউল হক, কাওছার সিকদারের উদ্যোগে ২৭ জুন ২০২০ ইং তারিখে কুয়েতের মাহাব্বুল্লা সিটিতে সমমনাদের নিয়ে এক আলোচনা সভায় একত্রিত হয়। উক্ত আলোচনায় সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের জন্য সবাই মতামত ব্যক্ত করেন।

এরই ধারাবাহিকতায় ৩ জুলাই ২০২০ ইং তারিখে কুয়েতের মাহাবুললায় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনায় উঠে আসে ছড়িয়ে ছিটিয়ে না-থেকে পারস্পরিক বোঝাপাড়ার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে নিজেদের, দেশ ও জাতির কল্যানে কাজ করার ক্ষেত্রে প্রবাসী অধিকার পরিষদের গুরুত্বের কথা।

১৫ মে, ২০২০ ইং – ২৭ রমজানে ৬৪ জেলা এবং উপজেলা ভিত্তিক ইফতার মাহফিল কর্মসূচী ঘোষনা করে “প্রবাসী অধিকার পরিষদ ” কুয়েত শাখা। তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করে ভ্রাতৃপ্রতিম ছাত্র অধিকার পরিষদ–যা সফলভাবে সম্পন্ন হয়।

১৮ জুন,২০২০ ইং – লকডাউন এ সংগঠনের সদস্যদের মধ্যে ৬ জন সদস্যের খাদ্য সমস্যা থাকায় “কুয়েত শাখা প্রবাসী অধিকার পরিষদ” তাদের সাংগঠনিক ভাবে সার্বিক সাহায্য-সহযোগীতা করে।

২৪ শে জুলাই, ২০২০ ইং – জিলিব আল শুয়েক প্রবাসীদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করে কুয়েত শাখা প্রবাসী অধিকার পরিষদ। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত হোসেন নুর।

২৮ আগষ্ট,২০২০ ইং- বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন কুয়েত আহমদী বনাম কুয়েত ফরওয়ানীয়া। ম্যাচের বিজয়ী দল কুয়েত আহমদী। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েত শাখার  প্রধান সমন্বয়ক  সিফাত হোসেন,  রবিউল হক, সোহাগ, ইকবালসহ কুয়েত শাখা অঞ্চলভিত্তিক সমন্বয়কারী নেতৃবৃন্দ। যেখানে উপস্থিত ছিলেন, কাউসার সিকদার, মোহাম্মদ আলী, রেজাউল হক, এনামুল হক, ছোটন মিয়া, আসাদুজ্জামান, জনি আহম্মেদ, মোহাম্মদ ইয়াসিনসহ সংগঠনের বিভিন্ন অঞ্চলের সদস্যরা। সকল সদস্যরা উৎসাহ নিয়ে খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুয়েত শাখার  প্রধান সমন্বয়ক  সিফাত হোসেন।

তিনি বলেন–আমরা প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে থাকি, আমাদের সংগঠন থেকে চেষ্টা ছিল সবাইকে একত্র করে আনন্দ দেওয়ার যাতে কিছুটা সময়ের জন্য হলেও আপনারা হাসি-খুশিতে সবার সাথে সময় পার করতে পারেন। আমাদের চেষ্টা সফলতা পেয়েছে। সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে খেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সুন্দর করে উদযাপন করার জন্য। আমাদের সংগঠনটি প্রবাসীদের দাবি আদায়ের জন্য কাজ করে যাবে। অধিকারবঞ্চিত প্রবাসীদের পাশে থাকবে। আমরা সকল প্রবাসীদের আহবান করব–আসুন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর সদস্য হই, অধিকারের কথা কই। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রবিউল ভাই ও কাউসার সিকদার ভাইকে এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য । সেই সাথে অংশগ্রহণকারী সকল সদস্যসহ সবাইকে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিবছরই এমন সুন্দর আয়োজন করবো ইনশাআল্লাহ।

সমাপনী বক্তব্যে রবিউল হক বলেন, আমি আনন্দিত এবং গর্বিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের একজন সদস্য হয়ে। যে সুন্দর মিলনমেলায় আমরা উপস্থিত হয়েছি, সবাই সবার সাথে পরিচিত হতে পেরেছি–এটা কতটা আনন্দের তা বলে বোঝানো সম্ভব নয়।  আমরা চাই রাষ্ট্রীয় সম্মান, আমরা রেমিটেন্সযোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশে অর্থ প্রেরণ করে থাকি। আমরা প্রবাসীরা একটু সহযোগিতা পেলে দেশে আরও বেশি অর্থ প্রেরণ করতে পারবো। তাই সকল প্রবাসীদের উদ্দেশে একটি কথাই বলবো–আসুন আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে যোগ দেই, নিজেদের অধিকারের কথা বলি। যেখানে প্রবাসীদের সমস্যা সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলা করি। খেলায় অংশগ্রহণকারী যে সকল বন্ধুরা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ,সবার সুস্বাস্থ্য কামনা করি। “এসো এক হই অধিকারের কথা কই”

৭ সেপ্টেম্বর,২০২০ ইং- বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত এক ভদ্র মহিলাকে আর্থিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত অসহায় মূমুর্ষ মহিলার জরুরী ভিত্তিতে রক্ত ও আর্থিক সাহায্য দরকার ছিল। সে বিষয়টি প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার নজরে আসায়- রবিউল হক, সোহাগ হোসেন, কাওছার সিকদার, ইকবাল হোসেন, আসাদুজ্জামান, শফিকুল ইসলাম ভাইদের আর্থিক সহযোগিতা ও আমাদের সকলের প্রিয় তারেক ভাইয়ের রক্ত দানের মধ্য দিয়ে ভদ্রমহিলাকে আর্থিক সহায়তার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়


৩১ শে অক্টোবর, ২০২০ ইং- তারিখে মানসিক অসুস্থ থাকা কুয়েত প্রবাসী শ্রমিক রায়হানকে দেশে চিকিৎসার জন্য অর্থ এবং উপহার সামগ্রী দেওয়া হয়। সেই সাথে বিমানবন্দর থেকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, বাংলাদেশ থেকে যুব অধিকার পরিষদের সদস্যরা কুয়েত শাখার পক্ষ থেকে রায়হানের পরিবারকে আর্থিক সহায়তা ও অন্যান্য কার্যক্রম পালন করে।


৫ নভেম্বর, ২০২০ ইং – আহমদিয়া জেলায় সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন জেলার সমন্বয়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সেই সভা থেকে বক্তারা সদস্য ও সদস্য সমন্বয়কসহ সবাইকে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। একই সাথে অঙ্গিকারাবদ্ধ হয় প্রতিবারই এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবো।


১৯ নভেম্বর, ২০২০ ইং – নবগঠিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কোবির হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল হক ভাইকে সম্বর্ধনা ও পূণর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়।

১১ ডিসেম্বর, ২০২০ ইং- সুনামগঞ্জ জেলায় প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

১৬ ডিসেম্বর, ২০২০ ইং তারিখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশাল এক প্রীতি ফুটবল ম্যাচ ও পূণর্মিলনী সভার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। খেলায় অংশগ্রহণ করেন কুয়েত, আহমদী বনাম কুয়েত, ফরওয়ানীয়া। ম্যাচের বিজয়ী হয় কুয়েত আহমদী। উক্ত প্রীতি ফুটবল  খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল হক, আলামিন খোরশেদ, আয়নাল হক, বিল্লাল পাটোয়ারী প্রমুখ।

রবিউল হক তার বক্তব্যে বলেন–ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে খেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটির সুন্দর করার জন্য।  আমরা প্রতিবছরই এমন সুন্দর আয়োজন করবো ইনশাআল্লাহ।   খেলা শেষে পূনর্মিলনী সভায় সবার উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন। বক্তব্যে তিনি বলেন,  আমাদের সংগঠন থেকে চেষ্টা ছিল সবাইকে একত্রিত করে আনন্দ দেওয়ার, যাতে কিছুটা সময়ের জন্য হলেও আপনারা হাসিখুশিতে সবার সাথে সময় পার করতে পারেন আপনাদের সবার সবার জন্য শুভকামনা।


কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন ভার্চুয়ালি বক্তব্যে বলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে খেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সুন্দর করার জন্য। আমাদের সংগঠনটি প্রবাসীদের দাবি আদায়ের জন্য কাজ করে যাবে। অধিকারবঞ্চিত প্রবাসীদের পাশে থাকবে। আমরা সকল প্রবাসীদের আহবান করবো–আসুন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর সদস্য হই, অধিকারের কথা কই।

১৫ জানুয়ারী, ২০২১ ইং তারিখে তথ্য আসে যে–অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছিল না লক্ষীপুরের কুয়েত প্রবাসী মিজানুর ভাই, তাকে চিকিৎসার জন্য অর্থ দিয়ে সাহায্য করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। তবে অত্যন্ত দুঃখের বিষয় এই, শেষ পর্যন্ত উনাকে বাঁচানো গেল না। উনি কুয়েতেই মৃত্যুবরণ করেন।

২২ জানুয়ারী, ২০২১ ইং তারিখে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা– দেশবাসী ও প্রবাসে থাকা সকল ভাই বোনদের মহামারী করোনা রোগ থেকে হেফাজত থাকার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত দোয়া মাহফিলে দেশবাসীসহ কুয়েত ও বিশ্বের অন্যান্য দেশে থাকা প্রবাসী অধিকার পরিষদের সদস্যসহ সাধারন মানুষ ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যোগ দেয়। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


১২ ফেব্রুয়ারি, ২০২১ ইং তারিখে নরসিংদী জেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৈতাবো গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন ফরহাদ মিয়ার স্ত্রী মারাত্বক রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিল না। উক্ত বিষয়টি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার নজরে আসলে অসুস্থ পরিবারের হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য অর্থ তুলে দেন কুয়েত শাখার পক্ষ থেকে নরসিংদী জেলা যুব অধিকার পরিষদ।


১৪ ফেব্রুয়ারি, ২০২১ ইং তারিখে রংপুর জেলায়, মিঠাপুকুর থানার ১৭ নং ইমাদপুর ইউনিয়ন মাটেরহাট জামালপুরের অসুস্থ জিমের চিকিৎসার জন্য অর্থ প্রদান এবং তার পরিবারকে সেলাই মেশিন ও ছাগল প্রদান করা হয়  রংপুর ছাত্র ও যুব অধিকার পরিষদের মাধ্যমে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার পক্ষ থেকে ।


১৭ ফেব্রুয়ারী, ২০২১ ইং তারিখ অনেক আলাপ আলোচনা, পরীক্ষা–নিরীক্ষা করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রবাসী অধিকার পরিষদ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষা করা হয়।


১৮ মার্চ, ২০২১ ইং তারিখে অসুস্থ সেলিম ভাই, সিরাজদিখান, মুন্সীগঞ্জ (কুয়েত প্রবাসী) তাকে আর্থিকভাবে সহযোগিতা করে টিকিট ক্রয় করে দেশে পাঠানোর ব্যবস্থা করে বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা।

২৬ মার্চ, ২০২১ ইং তারিখে আপনার একফোটা রক্তকণা বাঁচিয়ে দিতে পারে অন্যের জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে–মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ও বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধির লক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা।


সংগঠনের শুরুলগ্ন থেকে আজ অবধি নিয়মিত সাপ্তাহিক সভা– গুগল মিট অ্যাপ এর মাধ্যমে সম্পাদিত হয়ে আসছে। এবং কমিটি হওয়ার পরে থেকে আরো একটি সভা শুক্রবার করে সম্পাদিত হয়ে আসছে।  বর্তমান চলমান অবস্থায় মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতা আয়োজন করেছে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এছাড়াও প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা দেশবাসী ও প্রবাসীদের কল্যানে সমসাময়িক প্রতিটি বিষয়ে অংশগ্রহণ করে যাচ্ছে। প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সদস্যরা প্রতিনিয়ত লাইভ প্রোগ্রাম এবং প্রবাসীদের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com