সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

৩৪টি রোহিঙ্গা শিবির লকডাউন

৩৪টি রোহিঙ্গা শিবির লকডাউন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের মধ্যে হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সংক্রমণ ঠেকাতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার  (২১ মে) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন।

মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন বলেন, রোহিঙ্গা শিবিরে করোনা সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও ফুডসের কার্যক্রম চলমান থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com