শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্লট দুর্নীতি: হাসিনার ২১ বছর, জয়-পুতুলের ৫ বছর করে কারাদণ্ড সিসিইউতে খালেদা জিয়া ইডরার রোষানলে পরা সাবেক সিইও মীর নাজিমের বেতন-ভাতা দিচ্ছে না ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স নানান জাতের গরু-ছাগল প্রদর্শনীতে প্রাণবন্ত আয়োজন সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মেট্রোরেলে অনলাইন রিচার্জ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি সৌদিতে ৭০ বছরের নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো চালু হলো ‘বার’ এক সন্তানের জননী সুমাইয়া বেগমের ওপর নির্যাতন: নীলফামারী সদর থানায় অভিযোগ, তদন্ত অব্যাহত উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

শ্রীদেবীর মৃত্যু নিয়ে পাওয়া তথ্যসমূহের গড়মিলগুলো একনজরে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭১

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর আকস্মিক মৃত্যুসংবাদ যতটা বেদনাদায়ক, ততটাই রহস্যজনক। কেননা শ্রীদেবীর মৃত্যু নিয়ে পাওয়া তথ্যেগুলোর মধ্যে অনেক গড়মিল রয়েছে। কারণ প্রথম থেকে এই মৃত্যুর কারণ হৃদরোগ বলে জানানো হলেও, পরে তা পানিতে ডুবে মৃত্যু বলে ঘোষিত হয়। এই মৃত্যু ঘিরে দুবাই পুলিশের নানা তথ্য এবং উঠে আসা কয়েকটি তত্ত্বের দিকে একবার আলোকপাত করা যাক। যদিও এখনও পর্যন্ত এই ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে দাবি করেছে দুবাই পুলিশ।

শ্রীদেবীর মৃত্যুর কারণ
২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শ্রীদেবীর মৃত্যু হয়। ২৫ ফেব্রুয়ারি প্রথমে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ঠিক এক দিন পার করে ২৬ ফেব্রুয়ারি দুবাই পুলিশ জানিয়েছে, হৃদরোগ নয়, হোটেলের বাথ টবের পানিতে ডুবে মৃত্যু হয়েছ শ্রীদেবীর। ফলে স্বভাবতই একটি মৃত্যু নিয়ে দুরকমের তত্ত্ব ও তথ্যে প্রশ্ন উঠছে।

অমরসিং এর দাবি ও দুবাই পুলিশের রিপোর্ট
দুবাই পুলিশ যে ফরেন্সিক রিপোর্ট পেশ করেছে তাতে স্পষ্ট বলা হচ্ছে শ্রীদেবীর রক্তের নমুনাতে অ্যালকোহল পাওয়া গিয়েছে। তবে রাজনীতিবিদ ও বনি কাপুরের ঘনিষ্ঠ বন্ধু অমর সিং এর দাবি, শ্রীদেবী মদ্য পান করতেন না। খুব জোর রেড ওয়াইন নিতেন, কিন্তু কোনও দিনও তাঁকে মদ্যপ অবস্থায় দেখা যায়নি। ফলে, সেদিন দুবাইতে তাঁর মদ্যপান করার তত্ত্ব ঘিরেও প্রশ্ন উঠছে ।

ভারসাম্য হারিয়ে মৃত্যু!
দুবাই পুলিশের দাবি, মদ্যপান করে সম্ভবত দুবাইয়ের হোটেলের বাথরুমে ঢুকে ছিলেন শ্রীদেবী। সেখানে নেশাগ্রস্ত অস্থায় বেসামাল হয়ে পড়ে যান তিনি। আর বাথটবে পড়ে, নাকে, মুখে পানি ঢুকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান শ্রীদেবী। রহস্য দানা বাঁধছে শ্রীদেবীর এই বেসামাল অবস্থা ঘিরেই। যার মদ খাওয়ারই তেমন বেশি অভ্যাস নেই তিনি কেন হঠাৎ মদপান করে বেসামাল হলেন!

উদ্ধার ঘিরে রহস্য
প্রথমে জানা যায়, যে শ্রীদেবীকে বাথরুমে অচেতন অবস্থায় উদ্ধার করেন তাঁর স্বামী বনি কাপুর। পরে জানা যাচ্ছে, সেই সময়ে অভিনেত্রীকে উদ্ধার করতে বনির সঙ্গে ছিলেন হোটেল স্টাফরাও। দুটি তত্ত্বের অমিল চোখে পড়ার মতো।

কল রেকর্ড খতিয়ে দেখার কারণ কী?
দুবাই পুলিশ ইতিমধ্যেই শ্রীদেবীর মৃত্যু মামলা দুবাই পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দিয়েছে। শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় দুবাই পুলিশ আরও তদন্তে নেমে খতিয়ে দেখছে শ্রীদেবীর কল রেকর্ড। ফলে এই ঘটনা আরও সন্দেহ বাড়িয়ে তুলছে এই মৃত্যুকে ঘিরে।

৩ দিন হোটেলে একা ছিলেন শ্রীদেবী!
জানা যাচ্ছে, আত্মীয়ের বিয়ের পর্ব শেষ হওয়ার পর কাপুর পরিবারের সকলই ফিরে যান মুম্বাইতে। কিন্তু তারপর ৩ দিনের জন্য দুবাইতে থেকে গিয়েছিলেন শ্রীদেবী। স্বামী বনি ফিরে গেলেও, স্ত্রীকে ‘সারপ্রাইজ’ দিতে তিনি আবার ফিরে আসেন দুবাইতে। আর ঘটনার দিন রাতে তাঁরা ডিনার ডেট -এর প্রস্তুতিতে ছিলেন। তখনই ঘটে যায় এই ঘটনা। জানা যাচ্ছে, ওই ৩ দিন শ্রীদেবী হোটেল থেকে বের হননি। এনিয়েও অনেকের মনেই রহস্য দানা বাঁধছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com