খুলনার বয়রা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস কেন্দ্রে মাস্টার্স শেষ বর্ষের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক যুবক আটক হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০’র ৩ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাতুল আলম এ? দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত যুবক হলো সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাথুন্ডা গ্রামের মোঃ কবিরুল ইসলামের ছেলে মোঃ মোকলেছুর রহমান (২৬)। সে খুলনা সরকারি বিএল কলেজের ছাত্র।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বয়রা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে ২০১৫ সালের মাস্টার্স শেষ বর্ষের লিখিত পরীক্ষার কেন্দ্রে ছিল। মোট পরীক্ষার্থী ছিল ১৯১৩ জন। পরীক্ষার প্রবেশ পত্রে নিজের ছবি ব্যবহার করে তিনি এ প্রক্সি দিতে এসেছিলেন। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা প্রবেশপত্রটি যাচাই-বাছাইকালে সত্যতা বেরিয়ে আসে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট নিজের দোষ স্বীকার করে ওই ভুয়া পরীক্ষার্থী। ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডাদেশের পর তাকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা থেকে শাবিব হোসেন