বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার বিকালে উপজেলার মনতলা ও চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ প্রক্রিয়ায় নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট বিক্রি এবং মাস্ক ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৮ টি মামলায় ৮০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, বর্তমানে দেশে করোনা সংক্রমন বৃদ্ধির কারণে মাস্ক পড়া জরুরী বিধায় সবাইকে সচেতনমূলক জরিমানা করা হয়েছে এবং তা চলমান থাকবে।