বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

মাধবপুরে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে মামলা ও জরিমানা

মাধবপুরে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে মামলা ও জরিমানা

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় মাধবপুরে লকডাউনের ১১তম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লকডাউন কাযর্কর,মাস্ক পরিধান না করা, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা, এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৩ টি মামলায় ১২ হাজার ৯’শ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার (০২ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর পৌর শহরের বাজারে বিভিন্ন যায়গা এ অভিযান পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন । অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সদস্য। লকডাউনে সোমবার সকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাঠ খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারা ও সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী মোট ১২ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয় এবং ১৩ টি মামলা দেয়া হয়েছে । তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com