শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জন এবং উপসর্গ নিয়ে ১৮জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭শ ৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৮জন এবং করোনা ওয়ার্ডে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪শ ৮৭ জনে। পাশপাশি করোনায় নতুন আক্রান্ত ৭শ ৯৮ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬শ ২৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪শ ৩৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ২৮২ জন, পটুয়াখালীতে ১২৯ জন, ভোলায় ১৬০ জন, পিরোজপুরে ৮২ জন, বরগুনায় ৮৩ জন ও ঝালকাঠিতে ৬২ জন।