বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

মমেকে করোনায় ও উপসর্গ নিয়ে আরো ২৩ জনের মৃত্যু

মমেকে করোনায় ও উপসর্গ নিয়ে আরো ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা যান তাঁরা।

২৩ জনের ১০ জন মারা গেছেন করোনা সংক্রমণে এবং ১৩ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

করোনা সংক্রমণে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন  ময়মনসিংহ সদরের সুফিয়া (৪৫), খোদেজা (৫৫), মরজিনা (৬৫), খাদিজা আক্তার (৭০), মুক্তাগাছার রিয়াজুল ইসলাম (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর (৬৫), হালুয়াঘাটের মতিন (৭০), নেত্রকোনার খলিন্দ্র চন্দ্র (৮০) ও শেরপুরের নালিতাবাড়ির আবু সালেহ (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬৫), রোজী আক্তার (৫২), রাজ্জাক (৭০), আসিরন (৬০), রাবেয়া (৭০),  ঈশ্বরগঞ্জের সাকিনা (৫৫), শেরপুরের মোজাম্মেল (৬৫), নেত্রকোনার হাজেরা (৬৫), মনজুরুল (৬৫), আহমেদ (৫৬), টাঙ্গাইলের আব্দুল গফুর (৭৫) ও জামালপুরের বিল্লাল হোসেন (৬০)।

আজ শনিবার (১৪ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com