মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
কক্সবাজারের চকরিয়ার আজিজ নগরে জসিম উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, চট্টগ্রামগামী দু’টি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ মাইক্রোবাসের আরোহী নিহত হন।