সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরী চিঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার ভূমিকম্পের আতঙ্ক কাটাতে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার, হাদিকে নীলা ইসরাফিল কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু:প্রধান উপদেষ্টা এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি

ফ্রি-কিক মাস্টার হয়ে উঠার পেছনের রহস্য

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৫০৮

ভিশন বাংলা ডেস্ক-

লা লিগার ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জিতে শিরোপার আরও কাছাকাছি বার্সেলোনা। ম্যাচের ২৬তম মিনিটে অ্যাতলেতিকোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি।

বার্সা তারকা শটটি নিয়েছিলেন প্রায় ২৩ মিটার দূর থেকে। এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচেই ফ্রি-কিক থেকে গোল করলেন মেসি। এই মৌসুমে যেন বুঝিয়ে দিচ্ছেন, ফ্রি-কিক মাস্টার তিনিই।

মেসির ধারাবাহিকভাবে এতটা নিখুঁত ফ্রি-কিকের রহস্য জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। তারা জানায়, মেসির এমন ফ্রি-কিক মাস্টার হয়ে উঠার পেছনে অবদান আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যিনি মেসির সাবেক কোচ ছিলেন।

জাতীয় দলের ফিটনেস কোচ ফার্নান্দো সিনোরিনি জানিয়েছেন এই গোপন তথ্যটি। স্প্যানিশ গণমাধ্যম ‘লাসেক্সটা’ তে সিনোরিনি জানান, ‘দিয়েগো যেখানে ছিল, সেখান দিয়ে আমি যাচ্ছিলাম। এ সময় দেখি, মেসি বল মাটিতে বসিয়েছে। সে তিনটি শট নেয় এবং তিনটিই মিস হয়ে যায়। আমাদের কাছে সে হতাশ মুখে ফিরে আসে এবং ড্রেসিংরুমে চলে যাচ্ছিল। তখন আমি চিৎকার করে তাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বিশ্বের সেরা খেলোয়াড় এভাবে ট্রেনিং সেশন ছেড়ে যেতে পারে না।’

সিনোরিনি আরও যোগ করেন, ‘দুইবারের বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মেসির কাছে আসে এবং সে সময় ম্যারাডোনার সঙ্গে কথা বলে মেসি। ওই মুহূর্তটায় পুরো বিশ্বটাই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। দিয়েগো একই জায়গায় বলটা বসান এবং পিতৃসুলভ কিছু কথা বলেন। তিনি মেসিকে বলেন, ফ্রি-কিক নেয়ার সময় বলের কাছে পা এত তাড়াতাড়ি না নিতে।’

লা লিগায় এই মৌসুমে সবথেকে বেশি গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও সবথেকে বেশি নাম মেসির। ফ্রি-কিক থেকে গোল করার তালিকাতেও শীর্ষে মেসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com