বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং
মিয়ানমার থেকে মাদক, মানবপাচার রোধে প্রয়োজনে গুলি : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে মাদক, মানবপাচার রোধে প্রয়োজনে গুলি : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্তে মাদক, অবৈধ অস্ত্র ও মানবপাচার রোধে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালকে ভারত সরকারের উপহারের দুটি আইসিইউ অ্যাম্বুল্যান্স প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে কখনো গুলি চালাব না। গতকাল আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। আগামীতে আমরা গুলি চালাব। এ ধরনের অপকর্ম, মাদক চোরাচালান, মানবপাচার- এগুলো বন্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘ওখানকার সীমান্ত পরিস্থিতি নাজুক। তবে ইনশাল্লাহ আগামীতে এগুলো আসা সম্ভব হবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরো ভালো বলতে পারবেন। আমার এত তথ্য জানা নেই।’

অ্যাম্বু্ল্যান্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এখন আর টিকার কোনো সংকট নেই। আমরা টিকার লাইনআপ করে ফেলেছি। ভারত থেকেও আমাদের চুক্তির টিকা আসবে।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে প্রথম দিন থেকেই বারবার বলেছেন, করোনার টিকা সব দেশের নাগরিকের অধিকার। এটা নিয়ে যাতে কোনো বৈষম্য না করা হয়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com