বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং
রাজধানীতে কালো রঙের ওয়াকিটকির ব্যবহার নিষিদ্ধ

রাজধানীতে কালো রঙের ওয়াকিটকির ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রতিষ্ঠান ব্যতিত অন্য ব্যক্তি-প্রতিষ্ঠানে কালো রঙের ওয়াকিটকি সেট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ওয়াকিটকি সেটের অবৈধ আমদানি, বিক্রয় ও ব্যবহার বন্ধে রাজধানীতে বিটিআরসি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩১৭টি ওয়াকিটকি সেট-সরঞ্জমাদি জব্দ ও পাঁচজনকে আটকের পর এ কথা জানায় সংস্থাটি।

রোববার (৩১ অক্টোবর) বিটিআরসি জানায়, জারিকৃত নির্দেশনা মোতাবেক সরকারি প্রতিষ্ঠান ব্যতিত অন্য কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের কালো রঙের ওয়াকিটকি সেট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আটকরা দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে কালো রঙের ওয়াকিটকি সেট বিক্রয় করেছেন, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ ওয়াকিটকি সেট ব্যবহার করে অপরাধী চক্র ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে।

ওয়াকিটকিসহ সব বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, মজুদ, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন, ইজারা প্রতিহত করার লক্ষ্যে দেশব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে গত শনিবার ও রোববার বিটিআরসি ও র‌্যাব-১০ এর যৌথ টিম সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন প্রকারের ৩১৭টি অবৈধ ওয়াকিটকি ওয়্যারলেস সেট ও পাঁচ হাজার ২৪৪টি এক্সেসরিজ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানায় বিটিআরসি।

বিটিআরসি জানায়, গ্রেফতাররা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৫৫(৭) মোতাবেক ওয়াকিটকি ব্যবহারের জন্য কোনো প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ করেনি। এছাড়া একই আইনের ৫৭(৩) ধারা মোতাবেক ওয়াকিটকি আমদানির আগে বিটিআরসি থেকে অনাপত্তি গ্রহণের বিধান থাকলেও তারা তা ভঙ্গ করে অবৈধভাবে উক্ত ওয়াকিটকিসমূহ আমদানি ও প্রদর্শনপূর্বক বিক্রয় করেছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরূপ অভিযান কার্যক্রম চলমান থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com