শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

দিনে জনপ্রতি দেড় জিবি ডাটা ব্যবহার

দিনে জনপ্রতি দেড় জিবি ডাটা ব্যবহার

প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের কল্যাণে বিশ্বজুড়ে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাটা খরচ। প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া বলেন, ‘বর্তমান বিশ্বে ৭০০ কোটি মানুষ। দিনে প্রত্যেকে গড়ে ১.৫ জিবি ডাটা ব্যবহার করেন। বর্তমানে যেখানে একটি স্বচালিত গাড়ি দিনে ৬৪ টিবি ডাটা উৎপাদন করে, সেখানে ১৯৯২ সালে পুরো মানবজাতি দিনে উৎপাদন করত মাত্র ১০০ জিবি ডাটা।

সম্প্রতি চায়না মোবাইল গ্লোবাল পার্টনার সম্মেলনে দেওয়া বক্তব্যে লিয়াং হুয়া আরো বলেন, ‘বিশ্বব্যাপী ডাটা ও তথ্যের বিস্ফোরণ ঘটেছে। ব্রডব্যান্ডের মতো কম্পিউটার শক্তিও বিস্তৃত হবে। একটি স্মার্ট সমাজের জন্য এটি হবে নতুন অবকাঠামো।’ লিয়াং হুয়া যে ডাটা প্রকাশ করেন তাতে দেখা যায়, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১.৫ মিলিয়ন ৫জি সাইট স্থাপন করা হয়েছে। ১৭৬ ৫জি বাণিজ্যিক নেটওয়ার্ক থেকে ৫২০ মিলিয়ন ব্যবহারকারীকে ৫জি সেবা প্রদান করা হচ্ছে।

সূত্র : হুয়াওয়ে সেন্ট্রাল ডটকম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com