মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ-এর দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সিআইডির সহকারী পুলিশ সুপারর (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ-এর দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সিআইডি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।