বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে লঞ্চটির চারজন মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে মন্ত্রণালয়টির সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর কাছে প্রতিবেদনটি জমা দেন কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম। প্রতিবেদনে জানানো হয়, অভিযান-১০ লঞ্চটি চাঁদপুর ঘাট অতিক্রম করার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। কিন্তু মাস্টার ও ইঞ্জিন ড্রাইভার ত্রুটিপূর্ণ লঞ্চটি চালাতে থাকেন।
লঞ্চে আগুনের সূত্রপাত ইঞ্জিন থেকেই হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। উঠে এসেছে সদরঘাটে কর্মরত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলার কথাও।
এর আগে ২৩ ডিসেম্বর দিবাগত রাতে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে। লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।