সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে ৪ টায় উপজেলার ইলুমদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মফিজুল, জমিরুল ও নবী। প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতরা সোনারগাঁ উপজেলার বস্তল এলাকার বাসিন্দা মো. মফিজুল, জহিরুল ইসলাম জেসলু ও মো. নবী মিয়া। তাদের মধ্যে জহিরুল ইসলাম জেসলু লেগুনা গাড়ির মালিক এবং মো. মফিজুল ওই গাড়ির চালক ছিলেন।
মফিজুলের মা হোসনা বেগম বলেন, ভোর ৪টার দিকে আমার ছেলে গাড়ি চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ ছিলো। পরে খবর পেলাম আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার ছেলের কোনো খারাপ রেকর্ড নেই। তাকে মিথ্যা অপবাদে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাত সন্দেহে এই তিন জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। তাদের দেহের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। প্রত্যেকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।