রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
এম. আসমত আলী: দীর্ঘ চার বছর পর ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানার জাতীয় পার্টির কাংখিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে মিরপুরের গোলারটেক মাঠে দারুসসালাম থানা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এম.পি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দেশের মানুষ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তাই আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষনা দেন । তিনি বলেন, ‘আগামী নির্বাচনে দুটি জোট হবে। একটি সরকারি দল ও তাদের সমর্থকরা থাকবে। বিরোধী জোটের নেতৃত্ব দেবে জাতীয় পার্টি। আমাদের জোটে সমর্থন থাকবে দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের।’
বিশেষ অতিথি জাপার মহাসচিব,এম,পি, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, জাপার প্রেসিডিয়াম সদস্য,এম, পি, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য, জাপার চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ। সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তরের প্রেসিডিয়াম সদস্য ও আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু।
সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাপার দারুস সালাম থানার আহ্বায়ক মোঃ আলমাস উদ্দিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব মাসুম পারভেজ, সদস্য সচিব জাপা, ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানের শেষাংশে পার্টি চেয়ারম্যান দারুস সালাম থানার সভাপতি হিসেবে মোঃ আলমাস উদ্দিন কে ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব মোঃ মাসুম পারভেজকে নির্বাচিত করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন। আগামী তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।