রবিবার, ০৪ Jun ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গজারিয়ায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর কম্পাউন্ডে এ কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পরিবহন মালিক শ্রমিকদের সমস্যা তুলে ধরেন, হাইওয়ে পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও এসআই বিল্লাল হোসেন এর উপস্থাপনায় গজারিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিংয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, টি আই (এসআই) শরিফ হোসেন, সার্জেন্ট সায়রুল, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুরুজ খাঁন, সদস্য সেলিম সরকার সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দরা।