বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই। আগামী বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি থেকে সর্বোচ্চ চার লাখ ৭৫ হাজার কোটি টাকা। শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতিবছরের মতো এবারও পরিধি এবং পরিমাণ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির কোনো প্রতিনিধি থাকবে না। কারণ তারা সংসদে নির্বাচিত পার্টি নয়। এ কারণে তাদের প্রতিনিধিত্ব থাকবে না। এটি খালেদা জিয়ার নির্বুদ্ধিতার কারণেই হয়েছে। হেলিকপ্টারযোগে সকাল ১০টা ২০ মিনিটে কুমুদিনী হাসপাতাল মাঠে মন্ত্রী নামেন। গাড়িতে কুমুদিনী কমপ্লেক্সের লাইব্রেরিতে পৌঁছালে সেখানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুত্সুদ্দি, পরিচালক রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতী সাহা ও কুমুদিনী হাসপাতালের ডাক্তার ও নার্সরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন।
ভারতেশ্বরী হোমসের প্রতিভা মুত্সুদ্দি হলে শ্রীমতী সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুত্সুদ্দি, ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন।