মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কবি ফররুখ আহমদ আদর্শবাদী ও ন্যায়ের মূর্ত প্রতীক ছিলেন জানিয়ে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, তিনি আদর্শবান মানুষ ছিলেন। অসাধারণ ব্যক্তিত্ব এবং অসাধারণ তার কাজ। নিজের অফিস থেকে একটি আলপিনও (ব্যক্তিগত কাজে) ব্যবহার করতেন না।
শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কবি ফররুখ আহমদের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ফররুখ গবেষণা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ফররুখ আহমদ ছিলেন বুদ্ধিদীপ্ত মানুষ। তিনি বাংলা সাহিত্যে বুদ্ধিক চরিত্র। অসৎ কোনো কাজ তিনি করতেন না, নিজের কাছে নিজে সৎ থাকতে চাইতেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. আব্দুল লতিফ মাছুম বলেন, ফররুখ আহমদ কারও পক্ষে স্লোগান ধরেননি। তিনি নির্যাতিত মানুষের কথা বলেছেন। কোনো আদর্শের অনুসারী না হয়ে নিজেই মানুষের কথা বলার জন্য চেষ্টা করেছেন।
অধ্যাপক মুহম্মাদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন কবি ও গবেষক ড. ফজলুল হক সৈকত, ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী আবুল কাসেম হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমদাদুল হক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহ আবদুল হালিম, মো. আবদুল হান্নান, কথা সাহিত্যিক মাহবুবুল হক প্রমুখ।
আলোচনা শেষে ফররুখ গবেষণা ফাউন্ডেশন পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়। এবছর এই পুরস্কারে ভূষিত হন ফররুখ গবেষণা ফাউন্ডেশনের সাবেক সভাপতি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান (মরণোত্তর)।
অনুষ্ঠানে তাওহীদুল ইসলামের পরিবেশনায় ফররুখ আহমদের লেখা সংগীতও পরিবেশিত হয়।
Hi visionbangla24.com owner, Your posts are always well-structured and logical.
cost of propecia Use them wisely, appreciate them, and do not take them for granted
I need some answers lasix and breastfeeding In bullous pemphigoid BP, circulating IgG antibodies bind to the MCW 1 area of the NC16A domain which is closer to the amino terminus, while the 97 kDa subunit lies at the carboxy terminus
tamoxifen for sale Giovanardi; Ospedale di Cattolica Cervesi, Cattolica A
and Ivana Sestek, Ph buy cheap generic cialis online Stop and explore, Froya winked like silk, gently raised Andre s chin with her fingers, and said arb v ace blood pressure medicine softly, I don t know who will take care of who for a while
cialis prices The primary regulatory step for mitochondrial mediated caspase activation the intrinsic pathway might be at the level of cytochrome c release
levels were lowered by 16 to 20 proscar shopping
Not far into the Candida diagnosis and treatment I was tested for a bacterial infection called ureaplasma doxycycline from canada 6, respectively, with a range of 0
To the visionbangla24.com admin, You always provide key takeaways and summaries.
To the visionbangla24.com admin, Your posts are always well researched.
Hello visionbangla24.com admin, Your posts are always well-supported by research and data.
Hi visionbangla24.com owner, You always provide useful tips and best practices.
Hello visionbangla24.com webmaster, Your posts are always well researched and well written.
Berry PkNexraVUyeiDsrN 6 27 2022 cialis pills for sale Don t take them unless you need them