শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

মিরপুরে আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত

মিরপুরে আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত

Exif_JPEG_420

এম,আসমত আলী: স্বাধীন হিউম্যান রাইটসের উদ্ব্যোগে মিরপুরে আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। আজ যখন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে, তখন বাংলাদেশ পরিণত হয়েছে এশিয়ার অন্যতম মাদক-চোরাকারবারি ও পাচারের স্বর্গরাজ্যে। মাদকের করালগ্রাসে যখন যুবসমাজের একাংশ বিপন্ন, তখন এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদাসীনতা লক্ষণীয়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম মাত্র কিছুদিন উদ্ব্যোগ গ্রহণ করা হলেও তা যথেষ্ট কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ। শুধু সরকার এককভাবে নয়, দেশের প্রতিটি সচেতন নাগরিক ও যুবসমাজের ভূমিকা ও গুরুত্বপূর্ণ।সত্যিই জীবনকে মাদকমুক্ত করা না গেলে, সমাজ ও সংস্কৃতি ও নিমজ্জিত হতে থাকবে অবক্ষয়ে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের ইতিহাস আমাদেরও স্মরণ করা দরকার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে উৎপাদিত আফিম দিয়ে চীনকে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত করার প্রতিক্রিয়ায় ১৮৩৯ সালের এই দিনে চীনের সম্রাট মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ব্রিটেনের সঙ্গে চীনের এই যুদ্ধই ইতিহাসে প্রথম আফিম-যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধের মধ্য দিয়েই চীন আধুনিক যুগে প্রবেশ করে এবং উন্নতির পথে যাত্রাও সূচিত হয়। প্রশাসনের ভেতরে ইয়াবা ও মাদক পাচারে জড়িত ব্যক্তিদের তালিকাও তৈরি করা হচ্ছে। মাদককে শুধু ‘না’ বললেই হবে না, এর মূল উৎপাটন করাই আসল কাজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা গোলাম কাদের ও চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম। প্রধান উপদেষ্টা তাহার বক্তব্যে মাদকাসক্তদের লক্ষণ, আচরণ, পারিবারিক , সামাজিক অশান্তি তুলে ধরেন। সন্তানদের কে মাদকের বিরুদ্ধে সঠিক কাউন্সেলিং করে সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখাতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com