বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

চার খাতে বাংলাদেশ থেকে কর্মী চায় কাতার

চার খাতে বাংলাদেশ থেকে কর্মী চায় কাতার

ভিশন বাংলা ডেস্ক: চিকিৎসা, আতিথেয়তা, যানবাহন চালনা ও তথ্য-প্রযুক্তি (আইটি) খাতে বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ কর্মী নিতে চায় কাতার। গতকাল রবিবার দেশটির শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এসব কথা জানান।

এ ছাড়া কাতারে বসবাসরত বাংলাদেশিদের নিজের দেশের পাশাপাশি কাতারের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরে অর্থনৈতিক অঞ্চলে কাতারকে বিনিয়োগের অনুরোধ করেন।

কাতার বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সক্রিয়ভাবে অনুসন্ধান করবে বলে আশ্বাস দেন কাতারের মন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com