মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট রক্ষকে ভক্ষক, তাই উন্নয়ন হয় না গ্রামীণ জনজীবনে, উন্নয়ন কাগজে ও কলমে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস মোহাম্মদপুর তুরাগ হাউজিংয়ের মাদক সম্রাজ্ঞী আসমা গংদের বেপরোয়া মাদক বানিজ্য দেখার কেউ নেই! :পর্ব -১ আমরা গণতন্ত্রে বিশ্বাসি বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মির্জাগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ রাজধানী ভাষানটেকে আগুন: ফায়ার সর্ভিসের ২ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে চার মাস দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর ১২৩ সদস্য হতাহত নওগাঁর নিতপুরে কীটনাশক প্রয়োগে তিন লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ
মেসিবিহীন আর্জেন্টিনার দুর্দান্ত জয়

মেসিবিহীন আর্জেন্টিনার দুর্দান্ত জয়

প্রীতি ম্যাচে শুক্রবার ইতালিকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতির শুভসূচনা করলো আর্জেন্টিনা। দলের সেরা খেলোয়াড় মেসিকে ছাড়াই ইতালিকে ২-০ গোলের ব্যবধানে হারায় নীল জার্সিরা। দলের হয়ে দুই গোল করেন এভার বানেগা এবং লানসিনি।

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই ইতালিকে দাঁড়াতেই দেয়নি আর্জেন্টিনা। শুরুর নবম মিনিটে ইতালির সামনে দারুণ সুযোগ আসলেও ব্যর্থ হয় ইতালীয় ফরোয়ার্ড মর্কো পারোলো।

ম্যাচের ১৬তম মিনিটে প্রথম সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। কিন্তু হিগুয়াইনের করা শট কর্নারের দ্বারা ঠেকানোর কারণে রক্ষা পায় ইতালি। প্রথমার্ধের তুমুল লড়াইয়ের পরে দুই দলই ছিলো গোল শূন্য।

তবে প্রথমার্ধের শেষের দিকে ডি মারিয়ার বাড়ানো বলে আবারও সুযোগ পেয়ে যান হিগুয়াইন। কিন্তু বল জালের পাঠানোর এমন সুযোগ পেয়েও ইতলীয় গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি।

দ্বিতয়ার্ধের শুরুটা বেশ দারুণ শুরু করে ইতালি। বেশ কয়েকটি সুযোগও হয়ে উঠে তাদের সামনে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থ শটে বারবারই লক্ষবেধ করতে ব্যর্থ হয় তারা।

দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে বানেগার চেষ্টায় প্রথম গোল পায় আর্জেন্টিনা। লো সেলসোর সঙ্গে কয়েকবার বল দেওয়া-নেওয়া মাঝে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান তিনি।

তার ঠিক ১০ মিনেট পরে জয়সূচক গোলটি করেন লানসিনি। হিগুয়াইনের কাছ থেকে আসা বল বাঁ পায়ের জোরালো শটে জালে পাঠান এই ফরোয়ার্ড। শেষের দিকে আর কোন গোল করার সুযোগ পায়নি ইতালি। সেই জন্য ২-০ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

গতবছরের ১৩ নভেম্বর নিজেদের মাঠে সুইডেনের সঙ্গে গোল শূন্য ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি। এরপরে কালই প্রথম ম্যাচ খেলতে নামে দলটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com