শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

‘যুবকরাই দেশের ভবিষ্যৎ শক্তি’

‘যুবকরাই দেশের ভবিষ্যৎ শক্তি’

শাহ মোস্তফা কামাল: অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, আমাদের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।

আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে সুশিক্ষা ও কারিগরি দক্ষতা প্রদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ শক্তি।’

নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ বিভাগের ইন্সপেক্টর (ওসি ডিবি) নজরুল ইসলামের আয়োজনে ও পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ, ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, স্থানীয় ব্যক্তি মহসিন খান মন্টু, দেলোয়ার সারেং, হাই স্কুলের প্রধান শিক্ষক এম এ মান্নান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com