রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক জন নিহত হয়েছেন। ছয় তলা ভবনের ওই বাড়িটির তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় আরো তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।
গতকাল শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন হাফিজ (২৫), দীপ্ত (২৫) ও শাহীন (২৪)। গুরুতর আহত হাফিজ ও দীপ্তকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শাহীনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাফিজ ও দীপ্তর শরীরের প্রায় ৫০ শতাংশ ঝলসে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী জানায়, বিস্ফোরণে হতাহতরা খুলনার একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ইন্টার্নশিপ করতে ১০ দিন আগে ওই এলাকায় আসেন। এরপর মাস্টারবাড়ি এলাকায় ছয়তলা ভবনের তৃতীয় তলায় বাসা ভাড়া নেন তারা।
এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান সাংবাদিকদের জানান, বিস্ফোরণে ওই ভবনের তিন তলার দেয়াল ভেঙে পড়েছে। পুলিশ বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে।