সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

মিরপুর ক্লাব ’৯৪-এর উদ্ভোধনী অনুষ্ঠানে লোগো উন্মোচন

মিরপুর ক্লাব ’৯৪-এর উদ্ভোধনী অনুষ্ঠানে লোগো উন্মোচন

স্টাফ রিপোর্টার : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরপুর ক্লাব ’৯৪-এর উদ্ভোধনী অনুষ্ঠানে লোগো উন্মোচন করা হয়েছে। গত ১১ই মার্চ, রোজ শনিবার বিকাল থেকে রাত ১০টা পযর্ন্ত মিরপুর-১ এর রয়েল বেঙ্গল রেস্টুরেন্ট এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে কেক কেটে লোগো উন্মোচন করেন এসএসসি ব্যাচ ৯৪ এর বন্ধু সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন, মো. দিদারুল আলম ভূঁইয়া, মঞ্জুরুল আলম ঢালিসহ অন্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন– ৯৪ ব্যাচের আয়োজক বন্ধু মো. লোহানী, রবিন চাকলাদার, মো. রেজওয়ান, ফিরাদুল, আসকারী, শহিদ হোসেন খান, নাদিম হোসেন, মাহমুদ, শাহ আলম, জুয়েল, ওমর ফারুক, প্রোটন, আক্তার, টিটু, রুমি, লিটন, সুমন, নাজমুল, মধু, সবুজ, আল আমিন ও নাজমাসহ আরও অনেকে।
বন্ধুর সঙ্গে ‘দেখা-দেখি’টা কারও কারও জীবনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের পর্দাতেই। কারও তো আবার-স্কুল জীবনের শেষ দিনে পথটা যে ভাগ হয়ে গিয়েছিল তারপর আর মুখ দেখাদেখিই হয়নি। সেই সমস্ত হারিয়ে যাওয়া পথগুলো ফের পুরোনো মোহনায় ফিরেছিল। পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশলবিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com