শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে শনিবার খোলা থাকবে ব্যাংক প্রাণঘাতী কফ সিরাপ কাণ্ড; কঠোর অবস্থান নিল সরকার গৌরীপুরে জমিদখলের চেষ্টার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন ১৫ স্ত্রী, ৩০ সন্তান নিয়ে আফ্রিকান রাজার বিলাসী জীবন এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন যেভাবে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা, নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সিংড়ায় বিএনপির গ্রীণ সিগন্যালে ধানের শীষের মনোনীত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ আইসিসিবিতে বসেছে ৩ দিনব্যাপী ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

‘উন্নয়নশীল স্বীকৃতির জন্য দুর্নীতির লাগাম টানতে হবে’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৪৯৫

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চোয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার সকালে সেগুন বাগিচার দুদক কার্যালয়ে ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ স্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে বাংলাদেশকে ৬ বছর অপেক্ষা করতে হবে। আর এটা অর্জন করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। কারণ, উন্নয়নের সঙ্গে দুর্নীতি যায় না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার মাধ্যমে আমরা ভৌগলিক ও রাজনৈতিক মুক্তি পেয়েছি। কিন্তু, আমরা কী অর্থনৈতিক, সামাজিক, কুসংস্কার, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্তি পেয়েছি? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও আমরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছি।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতিবাজরা সব সময় প্রতারক, ধূর্ত এবং প্রভাবশালী হন। ১০৭৩ জন জনবল দিয়ে তাদের প্রতিহত বা দমন করা দুদকের পক্ষে কঠিন। এজন্য সবার সহযোগিতা দরকার।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দুর্নীতি বিষয়ে যে তদন্ত করি, তার মূল একটি উৎস গণমাধ্যম। ৮০ ভাগ দুর্নীতির বিষয় মিডিয়া থেকে নেয়া হয়। দুদকের আজকের যতকিছু অর্জন, তার অধিকাংশই গণমাধ্যমের অবদান।’

খালেদা জিয়ার মামলা বিষয়ে দুদুক চেয়ারম্যান বলেন, ‘দুদক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা জনগণের প্রতিষ্ঠান। এখানে এটা করতে পারবেন, অন্যটা পারবেন না, এমন মনে করার সুযোগ নেই। খালেদা জিয়া কেন, প্রতিটি মামলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আপনারা যত দ্রুত তদন্ত প্রত্যাশা করেন, তত দ্রুত আমরা করতে পারি না। এর কারণ হচ্ছে, আমরা যুক্তি-তর্ক, আইন-কানুন, প্র্যাকটিস, বিচার-বিশ্লেষণ না করে দ্রুত কোনো সিদ্ধান্তে আসতে পারি না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. শামসুল আরেফিন প্রমুখ।

এর আগে সকাল সাড়ে আটটায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দুদক চেয়ারম্যান। পরে তিনি কমিশনার, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্বোধন করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com